বাউফলে সড়ক নির্মাণে নিম্নমানের ইট

প্রতিনিধি, বাউফল:
পটুয়াখালীর বাউফলে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়ক নির্মানের কাজ। উপজেলার কালিশুরী-কনকদিয়া বাজার থেকে রাজাপুর গিয়াস মৃধা বাড়ি ও আব্দুর রহিম লেন পর্যন্ত ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে ২’হাজার ২শ’ মিটার কার্পেটিং সড়কের ম্যাকাডমের কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। এ নিয়ে ওই এলাকার লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোপের সৃষ্টি হলেও সংশ্লিষ্ট দপ্তর কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেননা। অদৃশ্য ক্ষমতাবলে নির্মাণ কাজ অব্যাহত রেখেছে ঠিকাদার। ফলে এই সড়কের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ২০১৯-২০ অর্থ বছরে মেসার্স কহিনুর এন্টার প্রাইজ বরিশাল নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের নির্মাণ কাজ শুরু করেন। বেড কাটা থেকে, বালু ভড়াট ও ম্যাকাডম পর্যন্ত সড়কের নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী করা হয়নি। বর্তমানে অত্যান্ত নিম্নমানের ইট দিয়ে সড়কটির ম্যাকাডমের কাজ সম্পূর্ণ করা হয়েছে। শুধু ঢালাইয়ের কাজ বাকী। স্থানীয় লোকজন বাধা দিলেও কোন লাভ হয়নি।
এ বিষয় কাজে তদারকি দায়িত্বে নিয়োজিত উপ-সহকারি প্রকৌশলী মো.শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।
এ বিষয়ে বাউফল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন,নির্মাণ কাজ পরির্দশন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *