কাউখালীতে শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো টাকা ইউএনও’র কাছে হস্তান্তর

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো টাকা ইউএনও’র কাছে হস্তান্তর করেন ১৫জন শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইউএনও অফিসে এসে মাটির ব্যাংকে জমানো টাকা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ আরও অনেকে। কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী প্রাচুর্য রায় বলেন, আমাদের জমানো টাকা করোনা কালীন সময় শীতার্ত মানুষের কল্যানে ব্যায় করার জন্য আমরা ইউএনও’র কাছে জমা দিয়েছি।

শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু বলেন, শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুই মাস পূর্বে করোনা কালীন সময় শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে মাটি ব্যাংক দিয়ে ছিলাম শিক্ষার্থীদের হাতে।

সেই ব্যাংকে জমাকৃত অর্থ আজ শিক্ষার্থীরা মানবিক কাজে ব্যায় করার জন্য উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছে জানতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের জন্য হতে পারে অনুকরনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *