বরিশাল মহানগর যুবদলের কোন্দল; কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কর্মী সভা

বরিশালে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের উপস্থিতি কর্মী সভায় দলীয় অভ্যন্তরীন অন্তকোন্দলকে কেন্দ্র করে যুবদল কর্মীদের হট্রগোল ও বিশৃঙ্খলা হাতাহাতি পরিবেশের সৃষ্টির মধ্য কর্মী সভা শুরু করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দারুন বেগ পোহাতে হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে চলমান আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে বরিশাল মহানগরের ত্রিশটি ওয়ার্ডের যুবদলের নেতা-কর্মীদের নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

আজ রোববার (২৭) ডিসেম্বর বরিশাল প্রেসক্লাবে সকাল ১১টায় বরিশাল মহানগর যুবদল কর্মী সভার আয়োজন করে। বরিশাল মহানগর যুবদলের সভাপতি এ্যাড, আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে দলীয় নেতা-কর্মীদের উর্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় টিম লিডার আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল যুগ্ম সম্পাদক ইমাম হোসেন,কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মনির হোসেন লিটন,কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদল সভাপতি এ্যাড,পারভেজ আকন বিপ্লব, সাধারন সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম উদ্দিন,বরিশাল মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাজহারুল ইসলাম জাহান,মহানগর যুবদল সিনিয়ির সহ-সভাপতি কামরুল হাসান রতন,মহানগর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, যুবদল নেতা আসাদুজ্জামান তৌহিদ, আসাদুজ্জামান মারুফ,সামসুল আলম প্রমুখ।

দিনব্যাপি কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিগত আন্দোলন-সংগ্রামে পুলিশের হাতে হামলা-মামলা সহ সরকার দলীয় নেতা-কর্মীদের হাতে নির্যাতনের শিকার হওয়া নেতা-কর্মীদের নানা সমস্যার কথা শুনেন এবং আগামীতে দলের প্রয়োজনে কে কি দায়ীত্ব পালন করতে ইচ্ছুক তাদের মতামত গ্রহন করে।

উল্লেখ্য গত ২৫ই ডিসেম্বর মহানগরের যুবদলের অভ্যন্তরীন কোন্দলের জের হিসাবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের চেয়ার ও আসভাব পত্র ভাংচুরের অভিযোগে শানিবার রাতে মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন সহ ৬জনকে কেন্দ্রীয় যুবদল সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে বরিশালের টিম লিডার আব্দুল মোনায়েম মুন্না বহিস্কার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *