মুক্তি পেলেন ফটোসাংবাদিক কাজল

অবশেষে মুক্তি পেয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ২৫ ডিসেম্বর, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন তিনি। গ্রেপ্তারের প্রায় ৮ মাস পর জামিনে মুক্তি পেলেন তিনি। তবে শফিকুলের শরীর অত্যন্ত ক্লান্ত বলে জানান গেছে।

শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে পলক জানান, বেলা সোয়া ১১ টার দিকে তার বাবা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

এর কয়েকদিন আগে হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পান ফটোসাংবাদিক কাজল।

এর আগে গত ১১ই মার্চ পুরনো ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়েই নিখোঁজ হয়েছিলেন কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ। তখন কাজলকে দুই হাত পেছনে দিয়ে হাত কড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *