রাজবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ

আরিফ সরদার: মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসএসসি ফরম ফিলাপের নামে নলছিটির রাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ হাজার টাকা হাতিয়ে নেয়া ও অত্মসাতের অভিযোগ করেছে শিক্ষার্থীর অভিভাবকেরা। অভিযোগ করে বলে যে আমাদের সন্তানেরা নলছিটি সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য টেষ্ট পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ন না হওয়ায় চুরান্ত পরীক্ষা সুযোগ দানে অপারগতা প্রকাশ করে অপেক্ষমান রাখে। বিষয়টি জানতেপেরে আমরা সন্তানদেরকে বকাঝকা করলেও তাদের চুরান্ত পরিক্ষায় অংশ গ্রহন না করাতে পারলে শিক্ষা জীবন ব্যহত হবার আশংকা চিন্তিত হয়ে পরি। এ বিষয়টি রাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু অজ্ঞাত মাধ্যমে জানতে পেরে আমাদের সাথে যোগাযোগ করে। তিনি আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও জনপ্রতি ১০ হাজার টাকা করে দিতে হবে বলে জানায়। এদিকে নলছিটি সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের অপেক্ষমান রাখলে এক পর্যায়ে আমরা রাজবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলি। আমরা জানাই যদি আমাদের সন্তানের মূল বিদ্যালয় ওদের ফরম ফিলাপের সুযোগ দেয় তাহলে আমাদের সম্পূর্ন টাকা ফেরৎ দিতে হবে এবং আমাদের সন্তানেরা সেই স্কুল থেকেই ফরম ফিলাপ করবে বলে শর্ত দিলে উক্ত প্রধান শিক্ষক মন্টু তাতেও রাজী হন। শর্তানুযায়ী আমরা ৩জন অভিভাবক তাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ও একই ভাবে এই প্রধান শিক্ষখ উপজেলা বিভিন্ন এলাকার আরো অনেক শিক্ষার্থীদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা করে নিয়েছে বলে জানতে পারি।। প্রায় ১০/১২ দিন পর নলছিটি সরকারী মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অপেক্ষমান তালিকা অনুযায়ী আমাদের সন্তানদের ফরম ফিলাপের জন্য ডাকলে আমরা উক্ত প্রধান শিক্ষক মন্টু এর কাছে গিয়ে আমাদের প্রদানকৃত টাকা ফেরৎ চাইলে সে নানা তালবাহানা শুরু করে। এমন কি যাদের একটু প্রভাব-প্রতিপত্তি আছে তাদের দুএক জনকে ২/৩হাজার টাকা ফেরৎ দিলেও আমাদের পুরো টাকাই সে দিতে অস্বীকার করছে। আমরা সাধারন মধ্যবিত্ত-নিন্মমধ্যবিত্ত পরিবারের মানুষ হিসাবে উক্ত ১০ হাজার টাকা, তার উপর এখোন নতুন করে পুরানো স্কুল থেকেই ফরম ফিলাপের টাকা সংগ্রহে দিশেহারা হয়ে পরেছি। তথাপিও ধারদেনা করে বর্তমানে সন্তানদের ফরম ফিলাপ করালেও উক্ত প্রধান শিক্ষক আমাদের টাকাগুলো ফেরৎ দিতে রাজি হয়নি।অভিযোগকারীরা হলেন সরই গ্রামের জয়নাল খান।বারইকরন গ্রামের কামাল হাওলাদার, আকলিমা বেগম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *