কলাপাড়ায় সাবেক মেম্বারের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত-১৪

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় সাবেক মেম্বারের হামলায় মুক্তিযোদ্ধাসহ ১৪ জন গুরুতর আহত হয়েছে। বালুর ব্যবসাকে কেন্দ্র বর্তমান ও সাবেক ইউপি মেম্বারের দু’গ্রুপের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ১৪ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার পুরান মহিপুর এলাকার শেখ জামাল সেতুর নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।  আহতদের মধ্যে সালাম সিকদার রিয়াজ সিকদার নজরুল হাওলাদার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় দু’পক্ষে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, শেখ জামাল সেতুর নিচে বালুর ব্যবসাকে কেন্দ্র করেসাবেক ইউপি সদস্য সুলতান খাঁ গ্রুপের লোকজন বর্তমান ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আ. রব হাওলাদার গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের হামলায় আহত হয়, ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আ. রব হাওলাদার তার ছেলে নজরুল হাওলাদার, সেরজুল হাওলাদার এবং হালিম শিকদার, হারুন, সালাম শিকদার, মেনাজ, রিয়াজ, রিয়াদুল, জাহিদ, বাবু ,ফেরদৌস, জাহিদুল ইসলাম ও  সাবেক ইউপি সদস্য সুলতান খাঁ।ইউপি সদস্য আ. রব হাওলাদার জানান, সরকারী জমিতে বালু রেখে তিনি দীর্ঘদিন ব্যবসা করে আসছেন। সুলতান খাঁ চাঁদার দাবীতে সংঘবদ্ধ হয়ে তাদের উপড় হামলা চালায়। মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনো কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে রব হাওলাদার জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *