বরিশালে কুপিয়ে হত্যায় দুইজনকে আমৃত্যু ও যাবজ্জীবন কারাদন্ড

জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে বরিশালের উজিরপুরে কুপিয়ে মোঃ খলিল সিকদারকে হত্যার ঘটনায় ১ জনকে আমৃত্যু কারাদন্ড এবং অপর একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

আজ রোববার (১৩ ডিসেম্বর) বরিশালের ১ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এ রায় ঘোষনা করেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, দন্ডিতদের মধ্যে উজিরপুরের দক্ষিন কুড়ালিয়া এলাকার বাবুল শেখকে আমৃত্যু কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং মশাং এলাকার আঃ হান্নান খানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, ২০০৯ সালের ৭ এপ্রিল রাত ৯টার দিকে উজিরপুর উপজেলার মশাং এলাকার মন্ডল বাড়ির পাশে নিহত মোঃ খলিল সিকদারকে ডেকে নিয়ে যায় দন্ডিতরা।

পরবর্তীতে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হত্যা করা হয়। যে ঘটনায় পরের দিন নিহত খলিলের স্ত্রী মোসাঃ ছাহেরা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ১৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত দুইজনকে সাজা প্রদান করেন এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকিদের খালাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *