বরিশালে ইরি-বোরো চাষাবাদে মাঠে নেমেছে কৃষক

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া কৃষি নির্ভর ও শস্যভান্ডার বলে খ্যাত উপজেলায় গত একসপ্তাহ থেকে শুরু হয়েছে ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ। আমন ধান কাটার পরই নিঁচু জমিতে ইরি-বোরো চাষাবাদ করতে কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের পর ইরি-বোরো চাষে কৃষকেরা এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ইরি ব্ল¬কের নিচু জমিতে গত এক সপ্তাহ থেকে ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ শুরু হয়েছে। কৃষকেরা জানান, গত বছরের চেয়ে এবার দ্বিগুণ চাষীরা আগাম ইরি-বোরো চাষের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। অন্যান্য বছরের ন্যায় এবারও ইরি-বোরোর পুরো মৌসুমে সার ও সেচকাজের জন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে চলতি মৌসুমেও ইরি-বোরোতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে ইতোমধ্যেই ১হাজার ৭শ হেক্টর জমিতে আগাম ইরি-বোরো ধান রোপন শুরু করেছেন চাষীরা। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৩শ ১৩ মেট্রিকটন চাল। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে মোট ৯হাজার ৬শ ৬৩হেক্টর জমি ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড ৬হাজার ৫শ ৪৭হেক্টর ও উফসী ৩হাজার ১শ ১৬হেক্টর জমি। কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪৩হাজার ৩শত ১৩ মে.টন চাল। ইরি-বোরো ধান চাষ করার বিষয়ে নান্নু ঘরামী, হালান মোল্লা, হেলাল মিয়া, মামুন সরদারসহ একাধিক কৃষক জানান, চলতি মৌসুমে আমন ধান ঘরে তোলার একসপ্তাহের মধ্যেই তারা তাদের নিচু জমিতে আগাম ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ইরি-বোরো চাষাবাদে কোন সমস্যা না হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *