বরিশালে খেলাঘরের দেয়ালিকা প্রতিযোগিতা

শামীম আহমেদ ॥ চিন্তায় মননে মুক্তিযুদ্ধ এই প্রত্যয় নিয়ে বরিশালে খেলাঘরের আয়োজনে দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (১) ডিসেম্বর মঙ্গলবার সকাল নয়টায় সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। যেখানে খেলাঘরের ১৪টি আন্তঃ আসরের সদস্যরা দেয়ালিকা প্রতিযোগিতায় অংশ নেয়।

এখনে বক্তারা বলেন, এই প্রতিযোগিতা শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে। একসময় এই দেয়ালিকার বেশ প্রচলন ছিল। তখন লেখক তৈরীর প্রথম সোপানও বলা যায় দেলায় পত্রিকাকে। সময়ের ব্যবধানে তা লুপ্ত প্রায়। শিশুরা এখন ঝুঁকে পড়েছে অসম্ভব প্রতিযোগিতামূলক কোচিং সেন্টারের পানে।

তবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা বেশ উচ্ছ্বাসিত তাদের লেখা দেয়ালিকাতে স্থান পেয়েছে বলে। অপরদিকে অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিথযশা কবি হেনরী স্বপন বলেন, তার লেখালেখাখির শুরু হয়েছিল খেলাঘরের দেয়ালিকা দিয়ে। চলমান মৌলবাদী আগ্রাসন এবং কুপমন্ডুকতার থেকে বের হতে খেলাঘরের আয়োজনে এই দেয়ালিকা প্রতিযোগিতা বেশ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *