বরিশালে এক দিনে দুই হাজতী-কয়েদীর মৃত্যু

ভোলার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এক কয়েদী বরিশাল কেন্দ্রিয় কারাগারে মারা গেছে। দন্ড ঘোষিত হওয়ার ১৫ দিনের ব্যবধানে গত সোমবার (৩০ নভেম্বর) রাত ৮টায় শের-ই বাংলা মেডিকেলের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ কাঞ্চন পাটোয়ারী (৮১) মৃত্যু হয়। কাঞ্চন পাটোয়ারী ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক জানান, গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৫ নভেম্বর ভোলার আদালত একটি হত্যা মামলায় কাঞ্চন পাটোয়ারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন। বরিশাল কারাগারে আনার পর থেকেই কাঞ্চন পাটোয়ারী শ্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন। অসুস্থবাস্থায় গত শনিবার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের প্রিজন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন পাটোয়ারী মৃত্যু হয়।

শশীভূষন থানার চরমানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলায় গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারী সহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের দেয়।

এদিকে ভোলার আরেকটি হত্যা মামলার হাজতি আসামী নূর মোহাম্মদ গোমস্তা (৯৫) গত সেমবার সকালে শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সম্প্রতি ভোলা কারাগারের ওই হাজতীকে চিকিৎসার জন্য বরিশাল কেন্দ্রিয় কারগারে পাঠানো হয়েছিলো বলে নিশ্চিত করেছেন জেল সুপার প্রশান্ত কুমার বনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *