বরিশালে করোনা সংক্রামন প্রতিরোধে সচেতনতামূলক সভা

করোনা সংক্রামন প্রতিরোধে বরিশালের পরিবহন মালিক-শ্রমিকদের সাথে সচেতনতামূলক সভা করেছে মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর রূপাতলী বাস টার্মিনালে কোতয়ালী মডেল থানার উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রো পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। এছাড়া রূপাতলী বাস মালিক সমিতির সধারন সম্পাদক কাওছার হোসেন শিপন সহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান করোনার দ্বিতীয় দফা সংক্রামন প্রতিরোধে সবাইকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন।

সভা শেষে পুলিশ কমিশনার রূপাতলী বাস টার্মিনাল এলাকায় মাস্ক বিহীন জনগনের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। এছাড়া বিভিন্ন পরিবহন ও কাউন্টারে এবং দোকানে সচেতনতামূলক স্টিকার সাটিয়ে দেন পুলিশ কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *