বরিশালে সর্বপ্রথম হানাদারমুক্ত হয় রাজাপুর

আজ ২৩ নভেম্বর। ঝালকাঠির রাজাপুর থানা হানাদার মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের শোক আর গর্বের দিন। ১৯৭১ সালের এইদিনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে হানাদারমুক্ত হয় রাজাপুর থানা। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা।

মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে প্রায় তিনশ মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ। এ সময় আব্দুর রাজ্জাক ও হোচেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন কমপক্ষে বিশজন।

ওই সময় মুক্তিযুদ্ধে রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ। মুক্তিযুদ্ধে সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। রাজাপুর থানা ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে। সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি তৈরি করেন। রাজাপুর থানায় সম্মুখ যুদ্ধ শুরু হলে শাহজাহান ওমর এ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হোন।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর ঝালকাঠি জেলায় একমাত্র বীরউত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *