বরিশালে বাস্তবায়িত হচ্ছেনা তামাক নিয়ন্ত্রন আইন

নিজস্ব প্রতিবেদক: জেলার কোথাও বাস্তবায়িত হচ্ছেনা তামাক বিরোধী আইন। নতুন বছরের শুরুতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আইন কার্যকরের দাবি করেছেন তামাক বিরোধী সংগঠনের নেতৃবৃন্দরা।
তামাক বিরোধী আইন কার্যকরের দাবিতে দীর্ঘদিন থেকে মাঠপর্যায়ে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু জানান, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে পয়েন্ট অব সেল বা তামাকের বিক্রয় কেন্দ্রে যেকোন ধরনের বিজ্ঞাপন প্রদর্শন, প্রণোদনা, পুরস্কার বিতরণ বা উপহার প্রদান ও তামাক পণ্য বিতরণ বা এর প্রচার নিষিদ্ধ। তারপরেও তামাক কোম্পানীগুলো তাদের পণ্যের প্রকাশ্য প্রচারণা অব্যাহত রাখায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়ন হচ্ছেনা। এজন্য তিনি বরিশাল নগরীসহ জেলার প্রত্যেকটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তামাক কোম্পানীকে জরিমানা ও শাস্তির আওতায় আনার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *