জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু চলে গেলেন না ফেরার দেশে

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু আজ (১২ নভেম্বর ২০২০) সকালে চলে গেলেন না ফেরার দেশে।

তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু।

তারা বলেছেন, বিপ্লবী গোলাম ইয়াজদানী খান মিনু ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ’৬৯এর গণ অভ্যূত্থান থেকে স্বৈরাচার বিরোধী ’৯০এর গণ অভ্যূত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের অকৃতিম বন্ধু। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লেজুড়বৃত্তি ধারার বিপরীতে মার্কসবাদী বিপ্লবী ধারাকে সমুন্নত রাখতে তিনি পার্টিকে পুনর্গঠনে নেতৃত্ব দান করেন। এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব গ্রহন করেন।

তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ একজন অভিভাবককে হারালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *