মাস্ক না পরায় বরিশালে ১১ পথচারীকে জরিমানা

শীতে করোনার প্রকোপ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম বাস্তবায়নে বরিশাল নগরীতে বুধবার দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

এ সময় ১১ জন পথচারীকে ৫ হাজার ৬০০ টাকা জরিমানা এবং নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বুধবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর চকবাজার, সদর রোড, বটতলা বাজার ও বাংলাবাজার এলাকায় মাস্কবিহীন ১১ জন ব্যক্তিকে মোট ৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

এছাড়া রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা এলাকায় অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *