বাকেরগঞ্জে ধর্ষন মামলায় ছেলে কারাগারে!! হার্ট অ্যাটাকে বাবার মৃত্যুু

ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের মামলায় ছেলেকে কারাগারে পাঠানোর খবর শুনে মৃত্যু হয়েছে বাবার। শনিবার সকালে উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোচনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাকরি দেয়ার কথা ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ গত ২২ জুন ২০২০ তারিখে বাকেরগঞ্জ থানায় মামলা হয় কবাই ইউনিয়ন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের বিরুদ্ধে। বুধবার বেলা ১১ টায় অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সংবাদ শুনে শহিদুল ইসলামের বাবা অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুর রশিদ মাতুব্বর অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উল্লেখ্য, ২০১৯ সালে একই অটোরিকশায় যাওয়ার সময় বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। এর কিছুদিন পর তাদের আবার দেখা হয়। এ সময় অধ্যক্ষ শহিদুল ইসলাম তার কলেজে ওই তরুণীকে চাকরি দেয়ার কথা বলেন। এরপর তিনি প্রায়ই ফোন দিয়ে তার সঙ্গে কথা বলতেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে ওই তরুণীর বাড়ি যাওয়া-আসা শুরু করেন শহিদুল ইসলাম। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর রাতে রাতে শহিদুল ওই তরুণীর বাড়িতে এবং গত ১৫ মার্চ কুয়াকাটায় কলেজের পিকনিক চলাকালে কুয়াকাটা হোটেল নিয়ে চাকরি ও বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই তরুণী দেখা করলে শহিদুল ইসলাম তাকে বিয়ে করতে ও চাকরি দিতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গত ২২ জুন বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। গত ২৩ সেপ্টেম্বর শহিদুল ইসলাম উচ্চ আদালতে আত্মসমর্পণ করে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ওই অধ্যক্ষ আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তবে এ সংবাদে তার বাবা মারা গেছেন কিনা তা বলতে পারব না। এদিকে কবাই ইউনিয়ন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম জেলহাজতে যাওয়ার পর কলেজের শতাধিক শিক্ষার্থীর মেধা বৃত্তি ও উপবৃত্তির টাকা আত্মসাৎ, ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির তালিকায় নাম দেয়ার কথা বলে শিক্ষার্থী প্রতি ১ হাজার টাকা করে উৎকোচ নেয়া, এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্রে বিশেষ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ফরম ফিলাপে ধার্য টাকার চেয়ে ১ হাজার করে অতিরিক্ত টাকা নেয়া সহ অনিয়ম, স্বজনপ্রীতি, দূর্নীতির ব্যাপক অভিযোগ তুলেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *