ঝালকাঠিতে পরম মমতায় অসহায় বৃদ্ধের পাশে দাড়ালো ছাত্রলীগ নেতা লুসান

ঝালকাঠি প্রতিনিধি॥ কভিট ১৯ নভেল করোনা ভাইরাসের প্রকোপ কাটতে শুরু করলেও, কাটছেনা গরীব ও অসহায় মানুষের অভাব অনটন। এমনই এক অসহায় বৃদ্ধ নারীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলো ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান লুসান। বন্ধুর মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে ১ মাসের বাজার নিয়ে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারখী গ্রামে অসহায় বৃদ্ধা মোমেনা বেগমের (৭২) বাড়িতে হাজির হয় লুসান। সাথে নেয় চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পেয়াজ, মুরগী, সাবান এবং ডিটার্জেন্ট পাউডার। এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে লুসানকে আকড়ে ধরে কেঁদে ফেলেন সত্তরোর্ধ মোমেনা বেগম। নিঃসন্তান মোমেনার স্বামী ৩০ বছর আগে নিখোঁজ হয়ে যায়। তার পরথেকে দারখী গ্রামে বাবার ভিটায় ঘর তুলে বসবাস শুরু করে মোমেনা বেগম। সরকারের দেয়া প্রতি মাসে ৫শত টাকা বিধবা ভাতা মোমেনার একমাত্র আয়। এই টাকা দিয়ে চাল ডাল কিনে খেয়ে চলে যাচ্ছে তার দিন, মাস ও বছর। মোমেনা বেগমের বৃদ্ধ ভাই খলিল সরদার ক্ষেত খামারে কাজ করে মোমেনাকে তরী তরকারী কিনে দিতো কিন্তু সেই ক্ষেতের কাজও কেড়ে নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমন। বাসন্ডা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার শাখাওয়াত হোসেন চাঁন বলেন, বিধবা বৃদ্ধা মোমেনার কেউ নেই। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সুযোগ হলে সাধ্যমত সহায়তা করি। চান মেম্বার আরো বলেন, ছাত্রলীগ নেতা লুসান যে সকল সামগ্রী দিয়েছে তাতে ঐ বৃদ্ধা মোমেনা বেগমের পুরো মাস চলে যাবে। লুসানের এই উদ্দোগ এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *