সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

আরিফুর রহমান আরিফ:

সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়া সহ সম্প্রতি অসংখ্য সংগঠিত ধর্ষনের বিরুদ্ধে দ্রুত বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর )বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণসম্পাদক আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, সাংবাদিক কে এম সবুজ, ৭১ চেতনা ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র দে, সহ সভাপতি গোলাম সাঈদ খান, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, দূরন্তা ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক, উজ্জ্বল মজুমদার, আনজুম রিমন, লুৎফুন্নাহার ঐশী , শান্তা ইসলাম, আবুবকর সিদ্দিক, সৈয়দা ফাতিমা মিঠি।

এতে বক্তারা বলেন, ধর্ষণের বিচার না হওয়ায় বাংলাদেশে এ ঘটনা বেড়েই চলেছে। তাই ধর্ষণের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন কেউ ধর্ষণ করার সাহস না পায়। বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষণ ঘটনার সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার দাবি জানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *