ঝালকাঠিতে গ্রাউন্ডশর্ট নাইট ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে সমাপ্ত হলো মোয়াজ্জেম হোসেন স্মৃতি গ্রাউন্ডশর্ট ক্রিকেট টুর্ণামেন্ট। ৩ অক্টোবর শনিবার রাতে চাঁদকাঠি ব্রাকমোড়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। রাত ৯ টায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে খেলা উপভোগ করেন ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ক্রিকেট জগৎ আজ বিশ্ব দরবারে নতুন মাপকাঠিতে নিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বের কাছে টাইগার হিসেবে পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধূলার প্রতি বিশেষ নজর দিয়েছে বিধায় ক্রিকেট নিয়ে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে বাংলাদেশ। জাতীয় পর্যায়ের খেলোয়াররা তৃনমুল থেকে এসেছে। সুতরাং ভালো প্রশিক্ষণ নিয়ে নিজেকে ভালো মানের খেলোয়ার হিসেবে গড়ে তুলে জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়ার টার্গেট নিতে ঝালকাঠির ক্রিকেট খেলোয়ারদেরকে পরামর্শ দেন তিনি।
পৌর কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় মাসব্যাপী চলে আসা এ খেলায় ৩০ টি টিম অংশগ্রহন করেছে। শনিবার ফাইনালে আমু সেনা একাদশ বনাম সালাম স্মৃতি একাদশের মধ্যাকার খেলায় আমু সেনা একাদশ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো দর্শক উৎসব মূখর পরিবেশে খেলা উপভোগ করেন। ফাইনাল ম্যাচটিতে আম্প্যয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সুজন তালুকদার এবং মিজান হাওলাদার। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্স আপ দলকে স্মার্ট মোবাইল ফোন সেট দেয়াহয়। এ টুর্ণামেন্টের আয়োজক ছিলেন, মোয়াজ্জেম হোসেন স্মৃতি ক্লাব ও পাঠাগার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *