৭ দাবীতে বরিশাল নগরীতে রিক্সা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ

বরিশাল শহরের রিক্সা-ভ্যান- ঠেলাগাড়ি চালকদের লাইসেন্স নবায়ন ফি বকেয়া মওকুফ করে হালনাগাদ করতে হবে এবং সুদমুক্ত নবায়ন করতে হবে।

বরিশাল শহরের সকল জড়াজীর্ণ রাস্তাঘাট মেরামত করা সহ প্রতি বছরের জুন-জুলাই মাসের মধ্যে রিক্সা-ভ্যান ঠেলাগাড়িে ভাড়া নির্ধারণসহ যাত্রী ভাড়া নির্ধারণ সহ ৭ দফা দাবী আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল রিক্স-ভ্যান- ঠ্যালাগাড়ি শ্রমিক ইউনিয়ন মহানগর কমিটি।

আজ শনিবার (১৯ই) সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় নগরের প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এ্যাড, একে আজাদ, আখতার হোসেন শ্র“পু, শ্যামল দত্ত, তুষার সেন ও অপূর্ব গৌতম প্রমুখ।

পড়ে নগরীতে প্রচন্ড রৌদ্র ও গরম উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে দাবী আদায়ের শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *