বরগুনায় মুজিব কোর্ট নিয়ে কটুক্তিকারী সেই যুবক গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোর্ট নিয়ে কটুক্তিকারী শিবির নেতা সোহাগ বিশ্বাসকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হোটেল ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস। ঢাকা লেখাপড়া অবস্থায় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পরেন। ওই সময় থেকে সোহাগ বিশ^াস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে অশ্লীল মন্তব্য করে আসছে। সম্প্রতি সোহাগ বিশ্বাস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডিতে নিজে মুজিব কোর্ট ও চশমা পরিহিত মোটর সাইকেল সামনে রেখে একটি ছবি আপলোড করেছেন।

ওই ছবির উপরে ফরহাদ ফকির নামের এক লোক বন্তব্য করেছেন, গায়ে মুজিব কোর্ট চোখে জিয়া চশমা ভালোই লাগে। ফরহাদ ফকিরের মন্তব্যের জবাবে সোহাগ বিশ্বাস লিখেছেন বাল কোর্ট বা চশমা কি কারো…….।

ফরহাদের মন্তব্যের জবাবে সোহাগ বিশ্বাস আরো লিখেছেন বাল কোর্ট বা চশমা কি কারো নিজস্ব সম্পতি? আমার বাপের টাকা দিয়ে কিনছি। তাই এর নিজস্ব কোন নাম আমার কাছে নেই। এখন এটা সোহাগের কোর্ট, সোহাগের চশমা। সোহাগ বিশ্বাসের মুজিব কোর্টকে নিয়ে কটুক্তির ঘটনা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাধারণ মানুষ এই সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী করেছেন। এছাড়া সোহাগ বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আমতলীর রাজনৈতিক নেতাদের নামে মিথ্যা ও কাল্পনিক গল্প রটনা করে আসছে। ২০০৯ সালে স্থানীয় সাহিত্য ম্যাগাজিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করে গল্প লেখে। ওই সময় স্থানীয় নেতাদের ছত্রছায়ায় রক্ষা পায়।

২০১৫ সালে স্থানীয় আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ফেইজবুক আইডিকে অশ্লীল মন্তব্য করে। ওই সময় পুলিশ বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করে। ওই মামলায় সোহাগ বিশ্বাস হাজত বাস করেছেন। মুজিব কোর্ট নিয়ে কটুক্তি ঘটনায় বুধবার রাতে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে টনক নড়ে পুলিশ প্রশাসনের। ওইদিন রাত নয়টার দিকে পুলিশ শিবির নেতা সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে পুলিশ সোহাগ বিশ্বাসকে ৫৪ ধারায় মামলা করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে মুজিব কোর্ট নিয়ে কটুক্তিকারী সোহাগ বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম বলেন, মুজিব কোর্ট নিয়ে কটুক্তিকারী বখাটে সোহাগ বিশ্বাস ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। ২০০৯ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছে। তিনি আরো বলেন, মুজিব কোর্ট নিয়ে কটুক্তিকারী সোহাগ বিশ্বাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছি। এ মামলাটি গ্রহনের অনুমতির জন্য পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন মুজিব কোর্ট নিয়ে কটুক্তি’র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার অনুমতির জন্য পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আপাদত ৫৪ ধারায় মামলা করে সোহাগ বিশ্বাসকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেন বলেন, মুজিব কোর্টকে কটুক্তি করা মানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করা, স্বাধীনতাকে অবিশ্বাস করা। মুজিবকোর্ট নিয়ে কটুক্তিকারী সোহাগ বিশ্বাসকে আইনের আওতায় এনে বিচার দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *