বরিশালে মসজিদের ওপর থেকে বিদ্যুত লাইন সরানোর দাবি

নারায়নগঞ্জে মসজিদের মধ্যে ঘটে যাওয়া ট্রাজেডির মতো দ্বিতীয় আর কোন ঘটনা ঘটার আগেই মসজিদের মুসুল্লীদের রক্ষার জন্য মসজিদের ছাদের ওপর দিয়ে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুত লাইন সরিয়ে নেয়ার দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বরিশাল-ঢাকা মহাসড়কের বিভাগীয় কমিশনারের কার্যলয় সংলগ্ন নগরীর কাশিপুর ইছাকাঠি বায়তুন নুর জামে মসজিদে আগত মুসল্লীরা এ কর্মসূচী পালন করেন। স্থানীয় বায়তুন নুর জামে মসজিদের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সির সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ, বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ শাইখ হাসনাইন মাহমুদ সিদ্দিকী প্রমুখ।

এ ব্যাপারে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন-২ এর নির্বাহী প্রকৌশলী অমূল্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন করা হলেইতো বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়া যায়না। এরকম লাইন বরিশাল শহরের অনেক রয়েছে। তিনি আরও বলেন, বরিশালে বিদ্যুতের এ অবস্থা আর থাকবে না। আগামী ২০২১ সালের মধ্যে বরিশালের সকল বিদ্যুতের লাইন আন্ডার গ্রাউন্ডে নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *