বরিশাল-৩: সহিংসতামুক্ত নির্বাচন ও উন্নয়নের অঙ্গীকার

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী একমঞ্চে দাঁড়িয়ে সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছেন। এসময় তারা পরস্পরের হাতে হাত রেখে নিয়েছেন উন্নয়নের শপথ। নির্বাচনে জয়-পরাজয় যাই হোক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার দিয়েছেন প্রতিশ্রুতিও। গতকাল শনিবার বাবুগঞ্জের রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের উদ্যোগে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী একমঞ্চে এসে এসব অঙ্গীকার করেন। সুজনের বাবুগঞ্জ উপজেলা সভাপতি খালেদা ওহাবের সভাপতিত্বে এসময় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক ও বর্তমান এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। মহাজোটের শরিক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, আরেক শরিক বিকল্প ধারা বাংলাদেশের কুলা প্রতীকের প্রার্থী মো. এনায়েত কবির, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। সুজন সম্পাদক সাংবাদিক আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সুজনের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বেগম সাইদুন্নেছা লায়লা, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম হাওলাদার, জাতীয় পার্টির সভাপতি মাকিতুর রহমান কিসলু, ইসলামী আন্দোলনের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, যুবদল সম্পাদক মহসিন আলম, যুবমৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান, হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী আল-আমিন শেখ, পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা আবু আহমেদ, প্রধান শিক্ষক সেলিম রেজা, প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রভাষক সাইফুল এম. রহিম, প্রভাষক মনিরুজ্জামান খোকন, প্রভাষক মহিদুল ইসলাম জামাল, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বাদল, শাহিন মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা আফগান হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, প্রিন্স তালুকদার প্রমুখ। এসময় নির্বাচনের প্রার্থী ও উপস্থিত জনতাকে শপথবাক্য পাঠ করান রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়। জনগণের মুখোমুখি ওই অনুষ্ঠানে এসময় বরিশাল-৩ আসনের উপস্থিত সহ¯্রাধিক জনতার মধ্য থেকে সরাসরি প্রার্থীদের কাছে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থী উপস্থিত জনগণের মোট ২৪টি প্রশ্নের উত্তর দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *