জলাশয়সমূহ পুনরুদ্ধার করে মাছ চাষের আওতায় নিয়ে আসা হবে- আমির হোসেন আমু

আরিফুর রহমান আরিফ:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু বলেন, যে সকল খাস জলাশয় সমূহ পরিত্যক্ত বা বেদখল আছে সেগুলো সংস্কার ও দখলমুক্ত করে মৎস্য চাষের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর)নলছিটি উপজেলার মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচীর অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে এসকল কথা বলেন। তিনি আরও বলেন যারা ব্যক্তিগতভাবে মাছ চাষ করতে চায় সরকার তাদেরকেও সব ধরনের সহযোগিতা করবে।

মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক আনিচুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সাবেক) তাজুল ইসলাম দুলাল চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর,জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃঞ্চ ওঝা,উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দারসহ প্রমুখ।

পরবর্তীতে সুগন্ধা নদীসহ উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৩৩৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *