নিরাপত্তার জন্য ‘গানম্যান’ চাইলেন আবরারের আইনজীবী

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আইনজীবী এহসানুল হক সমাজী  নিজের নিরাপত্তার জন্য সরকারের কাছে গানম্যান চেয়ে আবেদন করেছেন। বন্দুকধারী দেহরক্ষী চেয়ে করা আবেদনটি ইতিমধ্যে আইন সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে অ্যাডভোকেট সমাজী সময় নিউজকে বলেন, আমার সার্বিক নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছি।  এ মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই আমি মনে করি মামলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত হওয়া দরকার।

তিনি আরও বলেন, আমি আবেদনটি করেছি যাতে ২ সেপ্টেম্বরের আগেই আমাকে গানম্যান দেয়া হয়।

গত ২ জুলাই সরকার আবরার ফাহাদ হত্যা মামলায় অ্যাডভোকেট সমাজীকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিযুক্ত করে। এরপর ২৪ আগস্ট বুয়েট কর্তৃপক্ষও তাদের আইনজীবী হিসেবে  সমাজীকে নিয়োগ দেয়।

২০১৯ সালে ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা।

ওই বছরের ১৩ নভেম্বর মামলার গোয়েন্দা পুলিশ ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিদের মধ্যে ২২ জন কারাগারে ও তিনজন পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *