এক দিন রিমান্ডে থেকেই ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে সাহেদ

অর্থ আত্মসাতের মামলায় দুদকের সাত দিনের রিমান্ডের প্রথমদিনের পরই অসুস্থ হয়ে পড়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।

মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে দুদক প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি সুস্থ হলে আগামীকাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, সোমবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ। জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫টায় সাহেদকে রমনা মডেল থানায় নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *