ঝালকাঠিতে নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। ভগবার শ্রীকৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রঙ্গনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও জেলা পূজা উদযাপন পরিষদ যৌথভাবে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সভাপতি এ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনী, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ দাস।
এতে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রষ্টি ভানু লাল দে। পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালন করে সনাতন ধর্মাবলম্বীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *