পলিটেকনিকে বয়সের সময়সীমা উঠিয়ে নেয়ার দাবীতে বরিশালে মানববন্ধন

শিক্ষা মন্ত্রাণালয় ঘোষিত ভর্তি নীতিমালায় বয়স অবারিত করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে নিম্নগামী করার প্রতিবাদে ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে যে কোন বয়সের শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বাতিল করা সহ ২০১৯ সালের সরকার অনুমোদিত ভর্তি নীতিমালা অনুযায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তি কার্যক্রম অবিলম্বে শুরু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউট এর শিক্ষার্থীরা।

আজ শনিবার (৮ই) আগস্ট সকাল ১১টায় নগরীর প্রানকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বর সদররোডে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

পলিটেকনিক সিভিল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী এস এম সানাউল ইসলাম,ছাবাব,বখতিয়ার, জোবায়ের প্রমুখ।

এসময় তারা বলেন, অতিরিক্ত শিক্ষার্থীর ভর্তি বৃদ্ধির চাপে ভবন সংকটের কারনে শিক্ষার্থীদের লাইব্রেরী,কমনরুম সহ বাহিরের মাঠে বসে ক্লাস করতে হচ্ছে।

অন্যদিকে বেকার টেকনিক্যাল শিক্ষার্থীদের চাকুরী নিশ্চিত করার পাশাপাশি সরকার ঘোষিত বয়সের সময়সিমা উঠিয়ে নেয়ার নেয়ার দাবী জানান।

অন্যতায় পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা পূর্বের ন্যায় দাবী আদায়ের লক্ষে আন্দোলন-সংগ্রামের জন্য রাজপথে নামতে বাধ্য হবে বলে হুসিয়ারী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *