জিএম কিবরিয়ার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন রব মিন্টু

ইতালীর ইমিগ্রেশন আন্দোলনের জীবন্ত কিংবদন্তী জি, এম কিবরিয়ার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল হীন স্বার্থ হাসিল করার জন্য অব্যাহত অপপ্রচারে লিপ্ত রয়েছে। এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা ও আয়েবার যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু। এম এ রব মিন্টু এক লিখিত বিবৃতিতে বলেন ইতালীতে বাংলা কমিউনিটির এক কথায় এখানে বিদেশী অভিবাসীদের ইমিগ্রেশন আন্দোলনের প্রাণপুরুষ জি এম কিবরিয়া, যার সুযোগ্য ও আপোষহীন নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে হাজার হাজার প্রবাসীরা বিনা পয়সায় সৌর্জন্য পেয়েছেন।যা ইতিহাসের মাইলফলক হিসেবে থাকবে।

এবং সেই আন্দোলনের ফলসস্বরুপ প্রবাসীরা ব্যবসা বনিজ্যসহ একজন ইতালীয়ান নাগরিকের প্রায় সমান অধিকার আমরা ভোগ করে থাকি।জি এম কিবরিয়া ইতালী আওয়ামী লীগের ও প্রতিস্ঠাতা আহবায়ক।তার হাত ধরেই ইতালী আওয়ামী লীগের অনেক নেতার নেতৃত্বের বিকাশ ঘটেছে। আমরা ইতালী প্রবাসী বাঙ্গালীরা কোনদিনও জি, এম কিবরিয়ার অবদান অস্বীকার করতে পারব না। তিনি সুস্পষ্ট ভাবে বলেন বাংলাদেশ কমিউনিটি গড়তে জি, এম কিবরিয়া, লোকমান হোসেন, নূরে আলম সিদ্দিকী বাচ্চু, মরহুম লুৎফুর রহমানে, মাহতাব উদ্দিনের অবদান অপরিসীম। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি গোষ্ঠী তাদের হীন স্বার্থ হাসিলের জন্য জি, এম কিবরিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা ইতালী প্রবাসীরা এই অপপ্রচারকারী ও এর ইন্ধন দাতাদের খুঁজে বের করে এদের মুখোশ উম্মোচন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *