বরিশালে করোনায় মোট আক্রান্ত ২৫৮১ : সুস্থ ১৭৫৩

বরিশালে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন, সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ২৫৮১ জন।

মোট ১৭৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত বরিশাল মহানগরী ১৮৪১ ও সদর উপজেলা ৩৯ জন, বাকি ৯ টি উপজেলায় ৭০১ জনসহ সর্বমোট ২৫৮১ জন আক্রান্ত হয়েছে।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৬ জন।

জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ৩২৫ জন, এ পর্যন্ত জেলায় ৭৩৬ জন নারী এবং ১৮৪৫ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।

গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকে মিডিয়া সেল।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছ। এদের মধ্যে ঝালকাঠি সদরের লাভলী আক্তার (৩২), মাদারীপুরের কালকিনির আ. খালেক (৬৭), বরিশালের আগৈলঝাড়ার হাজী মো. ইউনুস (৫০), বরগুনা সদরের মোশারফ হোসেন (৭০) ও বরিশাল সদরের কুলসুম বেগম (৭৫)।

এ পর্যন্ত বরিশাল মেডিকেলে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ১৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৬৯ জন পজিটিভ, ১০২ জন নেগেটিভ এবং ১২ জন রিপোর্টের অপেক্ষায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল পরিচালক বাকির হোসেনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *