স্ত্রী ও কন্যা সন্তানসহ আগৈলঝাড়ার ইউএনও করোনায় আক্রান্ত

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী ও কন্যা সন্তানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ২৪ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর মেয়ে মুনতাকা আছিরাহ্ চৌধুরী (দীপ্র), তার স্টাফ আমিনু্লের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ইউএনও’র স্ত্রী, পরে ইউএনও রওশন ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে আইস্যুলেশনে রয়েছেন।

উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৫৭জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।

এব্যাপারে চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আমার স্ত্রী ঠান্ডা জ্বর অনুভব করলে তিনি নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। এরপর আমি ঠান্ডা জ্বর অনুভব করলে করোনা টেস্ট করাই। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। পরে মেয়ের একই অবস্থা দেখে করোনা টেস্ট করাই। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। এ অবস্থায় আমরা বাসায় আইসোলেশনে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *