বরিশাল প্লাবিত জোয়ারের পানিতে

বরিশাল মহানগরের নিম্নঅঞ্চল সহ জেলার মেহেন্দিগঞ্জ,হিজলা,মুলাদী সহ বিভিন্ন উপজেলায় পূর্ণিমার প্রভাব,পূবালী বাতাসের কারনে নদী ও মেঘনায় জোয়ারের পাণি বৃদ্ধি পাওয়ার সাথে এসকল অঞ্চলের বাসা-বাড়ি, রাস্তা ঘাট পানিতে তলিয়ে যাবার কারনে সাধারন মানুষ ঘড়বন্দি হয়ে পড়েছে।

আজ বুধবার (৫ই) আগস্ট সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্নভাবের পাশাপাশি থেমে থেমে দমকা বাতাসে বইতে থাকে। বিকাল ৪টার পরপরই বাতাসের গতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বরিশালের কির্তনখোলা নদী সহ জেলার মেহেন্দিগঞ্জ,হিজলার মেঘনা নদীতে জোয়ারের পানি বাড়ার পাশাপাশি প্রচন্ড স্রোত বইছে। সেই সাথে বাড়তে থাকে পাণি।

কির্তনখোলা নদীতে স্বাভাবিক পানির চেয়ে তিন থেকে ৪ফুট পাণি বিপদ সিমার উপর বৃদ্ধি পাওয়ায় কির্তনখোলা নদী সংলগ্ন নগরীর পলাশপুর,রসুলপুর,চরের বাড়ি কেডিসি, হাটখোলা,কলাপট্রি,সহ শহরের প্রাণকেন্দ্র সদররোড, প্রেস ক্লাব গলি, ব্যাপ্টিস মিশন, আমানতগঞ্জ সহ নগরীর বেশ কিছু নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার কারনে এক প্রকার নিম্ন অঞ্চলের মানুষ পাণি বন্দি হয়ে পড়েছে। সেই সাথে বাসাবাড়িতে পানি উঠে যাওয়ার কারনে তাদের আসভাব পত্র মালামাল সরাতে না পারার কারনে তা নষ্ট হচ্ছে।

অপরদিকে জেলার মেহেন্দিগঞ্জ,হিজলা এলাকায় মেঘনায় জোয়ারের পানি বিপদ সিমার দিয়ে বইছে। স্বাভাবিক পাণির চেয়ে ৪ থেকে ৫ফুট জোয়ারে বৃদ্ধি পাওয়া সেখানে প্রচন্ড স্রোতে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের ১৬টি ইউনিয়ন পাণিতে প্লাবিত হয়েছে।

জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার উপজেলার কয়েকটি ইউনিয়নের পাণি বান্দ হয়ে পড়ার পাশাপাশি রাস্তা-ঘাট,অভ্যন্তরীন সড়ক ভেঙ্গে গেছে।

সেই সাথে পুকুর ও ঘেড়ের মাছ সহ কয়েকশ হেক্টর ফসলি জমির বীজ তলা তলিয়ে গেছে। এদিকে বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিস্ট কর্তৃপক্ষ জানান, সমুদ্র বন্দরে ৩ সংকেত থাকলেও অভ্যন্তরীন নদী পথে ১ নং সিগনাল রয়েছে। অপরদিকে পূর্ণিমার প্রভাব থাকার কারনে নদীতে জোয়ারের পাণির চাপ থাকায় পানি বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া জেলার বানারীপাড়া,উজিরপুর,আগৈলঝাড়া উপজেলার বেশকয়েকটি ইউনিয়নের গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার সংবাদ জানা গেছে।

এরিপোর্ট লেখা পযন্ত জোয়ারের পানিতে বরিশাল নগরের বিশকিছু এলাকায় কোমড় সমান পানি উঠে যাওয়ায় বসতবাড়ির মানুষগুলো যে যার মত করে উচু স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।

সুত্র: বিডি ক্রাইম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *