স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। করোনা সংকটে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে তীব্র সমালোচনার মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।  স্বাস্থ্য সচিব এম এ মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য সচিব বলেন, হ্যাঁ- আমি শুনেছি,  স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক অবসরে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরই তার বিরুদ্ধে চরম দায়িত্ব ও কর্তব্যে অবহেলা শৈথিল্য এবং পক্ষপাত এবং নানা রকম দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *