বরিশালের দুই ওয়ার্ডে লকডাউনের প্রস্তুতি, চলছে মাইকিং

প্রথম ধাপে বরিশাল নগরীতে মঙ্গলবার থেকে ১২ ও ২৪ নং এ দুই ওয়ার্ডে লকডাউন শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই ওয়ার্ডের কাউন্সিলরা।

সোমবার (২২ জুন) সকাল থেকে ওই দুই ওয়ার্ডে লকডাউন বিষয়ে জনগণকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে।

১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু জানান, এই ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় ২ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

অপরদিকে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরিফ জানান, ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এর আগে এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গত ১৮ জুন বিভাগীয় কমিশানার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে এ দুই ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।

বরিশাল নগরীতে মোট ৩০টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোনের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত বরিশাল জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ২শ ২২ জন। যার মধ্যে বরিশাল নগরীতে ৯২৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *