বরিশাল জেলায় করোনা রোগী হাজার ছুঁই ছুঁই

বরিশাল জেলায় নতুন করে আরও ৫২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৯২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সুস্থতা লাভ করেছেন ৮ ব্যক্তি। এ জেলায় মোট ১৪৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকার ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলায় ৬ জন, উজিরপুর উপজেলায় ৪ জন ও বাবুগঞ্জ উপজেলায় ১ জনসহ মোট ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, উজিরপুর উপজেলায় ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৮ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ চিকিৎসক, ২ নার্স ও ২ স্টাফসহ ৫ জন, বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ৬ জন, কালুশাহ সড়ক এলাকায় ৩ জন, নতুন বাজার এলাকায় ২ জন, কলেজ রোড, কালীবাড়ি রোড, ভাটিখানা, আলেকান্দা, ২৪নং ওয়ার্ড, নাজির মহল্লা, কাশিপুর, কাউনিয়া, সিঅ্যান্ডবি, কাটপট্টি প্রত্যেক এলাকায় ১ জন করে ১০ জন, সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় ৫ জনসহ মোট ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *