বাকেরগঞ্জের তুলাতলি নদীর সংযোগ সড়ক মরণ ফাঁদে পরিণত

নাঈম হাওলাদার:

গারুড়িয়া,কবাই,ফরিদপুর ,কলসকাঠী ,দাড়িয়াল ইউনিয়নসহ প্রায় ১০ টি ইউনিয়নের সাথে বরিশাল এবং বাকেরগঞ্জ উপজেলার একমাত্র প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম যা তুলাতলি নদীর উপরে নির্মিত সেতুর সংযোগ উপর দিয়ে জনসাধারণ মানুষের যাতায়াত করতে হয়।

তুলাতলি ব্রীজের সংযোগ সড়কটি নির্মানের বছর যেতে না যেতে ভেঙ্গে যাওয়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে যানবাহন ও জনসাধারণ লোকজন।এই ব্রীজের সড়ক সংস্কারের জন্য বাকেরগঞ্জের অনেক স্থানীয় সাংবাদিকরা প্রতিবেদন দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সংস্কারের জন্য কোনো জন প্রতিনিধি ভূমিকা রাখেনি বা এগিয়ে আসেনি যা এখন পর্যন্ত চরমভোগান্তি হচ্ছে।

ব্রীজের ঢালে সড়কটি ভেঙ্গে গিয়ে প্রায় ছয় থেকে সাতটি বড় বড় গভীর গর্ত হয়েছে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় আকারের র্দুঘটনা।তাই বড় কোনো র্দুঘটনার আগে সড়কটি সংস্কার জরুরি বলে স্থানীয় ব্যক্তিবর্গ ও যাতায়াতের জনসাধারণ ভুক্তভোগী মানুষ’রা জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *