পটুয়াখালীতে শিশুসহ করোনা আক্রান্ত ৮৩

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে সামছুন্নাহার(৭০) নামের এক নারী মারা গেছেন। তার বাড়ী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউপির কালাইয়া গ্রামে। জানা গেছে, সামছুন্নাহার করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষার পর পজেটিভ আসে।

এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা উপর্সগ নিয়ে ৫৬ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অপরদিকে পটুয়াখালীর দশমিনায় ১১ বছরের এক কণ্যা শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির বাড়ি উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার এলাকায়। সে দাদার থেকে সংক্রমিত হয়েছেন এমন ধারনা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এর আগে ওই শিশুর ৮২ বছরের বৃদ্ধ দাদা বরিশালে অপারেশন করতে গিয়ে করোনা টেষ্টে পজেটিভ আসে।

পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৮৩ জনে। এদের মধ্যে ৩২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে। জেলায় মোট মৃত্যের সংখ্যা ৬ জন। বর্তমানে পটুয়াখালীতে আইসোলেশনে রয়েছে ৫০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *