অতিরিক্ত বাস ভাড়া বাতিলের দাবীতে বরিশালে মানববন্ধন

দেশব্যাপি কভিড-১৯ করোনা সংক্রমনকালে দীর্ঘদির গৃহবন্দি হয়ে থাকা কর্মস্থলে ফেরত যাওয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা বন্ধ করা সহ হাসপাতালগুলোতে মৃত্যুর পূর্বে করোনা নমুনা সংগ্রহ না করে মৃত্যুর পরে নমুনা সংগ্রহ করা এই হাস্যকর চিকিৎসা বন্ধের দাবীতে পৃথকভাবে মানববন্ধন প্রতিবাদ সভা করেছে বাম গণতান্ত্রিক জোট ও ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

আজ মঙ্গলবার (২ই জুন) সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ সদররোডে একর্মসূচি পালন করেছে তারা।

বরিশাল ইউনাইটেড কমিউনিস্টলীগ জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ মার্ক্সবাদী বরিশাল জেলা সমন্বয়কারী সাইদুর রহমান,ইউনাইটেড কমিউনিস্টলীগ কেন্দ্রীয় সদস্য নৃপেন্দ নাথ বাড়ৈ.বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী,কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ প্রমুখ।

এর পরপরই একই দাবীতে সকাল সাড়ে ১১টায় একই স্থানে বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বরিশাল জেলা শাখার সভাপতি সম্পাদাশের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন বরিশাল শাখা ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ,বরিশাল মহানগর দর্জি শ্রমীক ইউনিয়ন সম্পাদক তুষার সেন,বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি কিশোর কুমার বালা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *