বরিশালের আগৈলঝাড়ায় তিন ব্যাক্তির করোনা ভাইরাস শনাক্ত

বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে তিন জনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬জনে। নতুন আক্রান্ত ওই তিন ব্যাক্তির বাড়ি লকডাউন করে হোম আইস্যুলেশনের মাধ্যমে আক্রান্তকারী ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করার কথা জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন মঙ্গলবার দুপুরে জানান, করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় উপজেলায় তিন ব্যাক্তির আক্রান্তের খবর নিশ্চিত করেছে বরিশার শেবাচিম হাসপাতার। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিরা সবাই পুরুষ। এদের মধ্যে রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে একজন, গৈলা ইউনিয়নের নীমতলা গ্রামে একজন ও রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে একজন রয়েছেন।

এর আগে উপজেলায় এক নারী চিকিৎসকসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারা চিকিৎসা গ্রহন করেছেন।

ডা. বখতিয়ার আল মামুন আরও বলেন, আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করতে সংশ্লিষ্ঠ প্রশাসনকে বলা হয়েছে। তারা লকডাউন করার পরে ওই বাড়িতেই আইস্যুলেশনের মাধ্যমে তাদের চিকিৎসা প্রদান করা হবে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত তিন ব্যাক্তির বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *