বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসগ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের জ্বর, কাশি ও প্রচন্ড শ্বাস কষ্ট ছিলো।

মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

মৃত্যু রোগীদের মধ্যে ৪৫ বয়সী একজনের বাড়ী মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে। তিনি গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হন এবং আজ শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান। এছাড়া অপর ৬০ বছর বয়সী মৃত্যু রোগীর বাড়ী বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামে। তিনি আজ সকাল ১০টায় ভর্তি হন এবং বেলা সাড়ে ১২ টায় মারা যান।

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩১ জন। এর মধ্যে ৩ জনের করনা সনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৩ রোগী। এর মধ্যে ৬১ জনের দেহে করোনা সনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *