বরিশালে নির্বাচনী হাওয়া: মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

আকিব মাহমুদ, বরিশাল: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বুধবার শেষ দিনে মনোনয়নপত্র জমা

দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল ১০ টা থেকে এই পর্যন্ত (দুপুর ৪টা) বরিশালে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে মনোনয়ন পত্র দাখিল করা হয়। সকাল থেকে বরিশাল ৪ আসনে বিএনপির প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল ২ আসনে বিএনপির প্রার্থী শহীদুল হক জামাল, স্বতন্ত্র প্রার্থী ফাইজুল হক রাজু, বরিশাল ৬ আসনে জাসদের প্রার্থী মো: মহসীন, বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, এবায়দুল হক চাঁন এবং আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব:) জাহিদ ফারুখ শামীম, বরিশাল ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে তার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, বরিশাল ৩ আসনে বিএনপির প্রার্থী সেলিমা রহমান ও ঐক্য ন্যাপের প্রার্থী মাস্টার নুরুল ইসলাম বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও স্ব স্ব উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন বরিশাল ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ দেবনাথ, বরিশাল ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, বরিশাল ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোহেল রানা প্রমুখ। উল্লেখ্য, বরিশাল জেলার ৬টি আসনে মোট ৫৫ জন প্রাথী মনোনয়ন সংগ্রহ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *