বরিশাল জেলা এবং উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সংবাদকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে এরিমধ্য নেয়া হয়েছে নানা কর্মসূচি। পবিত্র ঈদ-উল ফিতরকে আনন্দ মুখর করতে জেলা এবং উপজেলা প্রশাসন সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গত ২৫ মে সোমবার মুসলিম জাহানের সর্ববৃহত উৎসব ঈদ-উল ফিতর অনুষ্ঠিত হয়, ঈদ-উল ফিতর কে কেন্দ্র করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সংবাদকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে ঈদের শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। গত ২৩ মে শনিবার বিকালে জেলা প্রশাসক এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ৪৬ জন চিত্র সাংবাদিক দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এদিকে উপজেলা প্রশাসন ঈদের পূর্বে বাকেরগঞ্জ, আগৈলঝাড়া, বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮২ জন সংবাদকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ।

এসময় জেলা প্রশাসক বলেন, এই মহামারী করোনা ভাইরাসের মধ্যেও সংবাদকর্মীরা যেভাবে তাদের দায়িত্ব কর্তব্য নিরলসভাবে পালন করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা সকল সাংবাদিকদের সুস্থতা কামনা করে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *