নদীতে ‘দিনব্যাপী’ অভিযান

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কালাইয়া নৌ পুলিশ দিনব্যাপী যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ বাধা ও চরঘেরা জাল জব্দ করেছে।  এসময় ১৫ মণ জাটকা ইলিশও জব্দ করা হয়। সোমবার (১১ মে) সকাল থেকে রাত সন্ধ্যা পযন্ত তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টের ৩৫ টি স্পটে এই অভিযান চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায় জব্দকৃত জালের মধ্যে ৩৫টি বাদা ও ৫০টি চরঘেরা জাল ছিল। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, জব্দকৃত জালের মূল্য ২০ লাখ টাকা হবে।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির  এসআই মো. সোহাগ ফকির জানান, বাউফলের ধুলিয়া ও পার্শ্ববর্তি বাখেরগঞ্জ উপজেলার কিছু লোভি জেলে তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে  সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাধা ও চরঘেরা  জাল দিয়ে ছোট ছোট মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, নৌ পুৈলিশ সদস্য মো.  মো. শামিম সিকদার ও মিঠুন মজুদমদার প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *