করোনায় আক্রান্তের হার সবচেয়ে কম বরিশালে, সর্বোচ্চ ঢাকায়

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১৩ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাজধানী ঢাকায় এই পর্যন্ত ছয় হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। যা সারা দেশে মোট আক্রান্তের ৫৮.১৪ ভাগ। এ ছাড়া ঢাকা জেলায় শনাক্ত হয়েছে ২০৬ জন ও ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে এক হাজার ১৭৭ জন আক্রান্ত হয়েছে।

এদিকে দেশের সর্বনিম্ন আক্রান্ত বরিশাল বিভাগে। এই বিভাগে মোট আক্রান্ত ১৩৭ জন। যা সারা দেশে মোট আক্রান্তের ১ দশমিক ২৪ ভাগ। অন্যদিকে সর্বাধিক আক্রান্ত ঢাকা বিভাগে। এই বিভাগে মোট আক্রান্ত আট হাজার ৯৮৭ জন। যা মোট আক্রান্তের ৮১ দশমিক ৩৫ ভাগ।

আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগ

গাজীপুরে ৩৩২ জন, কিশোরগঞ্জে ২০২ জন, নরসিংদীতে ২১২ জন, মাদারীপুরে ৫৪ জন, মুন্সীগঞ্জে ২১২ জন, মানিকগঞ্জে ২৮ জন, রাজবাড়ীতে ২৩ জন, গোপালগঞ্জে ৫০ জন, টাঙ্গাইলে ৩১ জন, শরীয়তপুরে ৫৭ জন ও ফরিদপুরে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ২০৭ জন, কুমিল্লা জেলায় ১৬৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭ জন, চাঁদপুর জেলায় ৫৫ জন, খাগড়াছড়িতে তিনজন, রাঙ্গামাটি জেলায় চারজন, কক্সবাজার জেলায় ৭৭ জন, বান্দরবানে চারজন, ফেনীতে আটজন, লক্ষ্মীপুর জেলায় ৫৮ জন ও নোয়াখালী জেলায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় ২৮ জন, মৌলভীবাজারে ৩০ জন, হবিগঞ্জ জেলায় ৭০ জন ও সুনামগঞ্জে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই বিভাগে হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় দুজন রোগী শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ১২০ জন, গাইবান্ধা জেলায় ২৪ জন, নীলফামারী জেলায় ৪১ জন, কুড়িগ্রামে ৩৪ জন, লালমনিরহাট জেলায় ১৩ জন, পঞ্চগড় জেলায় ১০ জন, ঠাকুরগাঁওয়ে ২৩ জন ও দিনাজপুরে ৩৮ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় ২০ জন, যশোরে ৭৯ জন, নড়াইলে ১৩ জন, মাগুরায় ১২ জন, ঝিনাইদহে ৩৮ জন, বাগেরহাটে তিনজন, মেহেরপুরে পাঁচজন, সাতক্ষীরায় চারজন, কুষ্টিয়ায় ২০ জন, চুয়াডাঙ্গা জেলায় ২৩ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ২১২ জন, জামালপুর জেলায় ১০৪ জন, নেত্রকোনায় ৬৮ জন ও শেরপুর জেলায় ৩০ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৩৫ জন, ঝালকাঠিতে ১৩ জন, বরিশাল জেলায় ৪৮ জন, পিরোজপুরে ছয়জন, ভোলায় সাতজন, পটুয়াখালীতে ২৮ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৩৯ জন, বগুড়ায় ১৮ জন, পাবনায় ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, সিরাজগঞ্জে ছয়জন ও নওগাঁয় ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *