বরিশালে ফরচুন সুজের পক্ষ থেকে দেড় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। আজ ৬ মে বুধবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড কারখানার সামনে আর্ন্তজাতিক মানের জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেড এর পক্ষ থেকে বরিশাল মহানগরীর দেড় সহস্রাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হোসেন বিশ্বাস। এসময় প্রত্যেককে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, ছোলা বুট, পিয়াজ, চিনি, তেল, মাড়ি, খেজুর, মাক্স ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয় এবং পর্যায় ক্রমে নগরীর ১ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান ফরচুন সুজের ফ্যাক্টরি পরিদর্শন করেন পাশাপাশি তাদের করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সুরক্ষা সেবা মেনে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

এসময় জেলা প্রশাসক সবাইকে আহবান জানায় যে, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *