বরিশাল নগরীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস এর প্রভাবে বিশ্ব আজ লকডাউন নামক অবাস্তব খাচায় বন্ধি।এমন পরিস্থিতিতে বাংলাদেশে লকডাউনের মেয়াদকাল ৬ষ্ঠ বারের মতো বৃদ্ধি পেলো।দেশের অর্থনৈতিক অবস্থা ও দ্রব্যমূল্যের উর্ধগতি জনমনে দিন আর দিন উদ্বেগের সৃষ্টি করছে।বাংলাদেশে কর্মহীন মানুষের কাছে লকডাউন যেন মহাবিপদ সংকেতের নাম।

এমন বাংলাদেশে সরকারি ত্রান ১০ শেরের হাড়িতে ৫০ গ্রাম চালের মতো।সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের নেতাকর্মীদের জনগনের পাশে থাকার নির্দেশ দিয়েছেন ইসমালী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাই। তারই ধারাবাহিকতায় জেলায় জেলায় কর্মসূচী দেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ইশা ছাত্র আন্দোলন,বরিশাল মহানগরের আওতাধীন, মডেল থানা দক্ষিন এর বিসিসি ১১ নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় কর্মহীন অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্তিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-নগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম,নগর সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খান,নগরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুবুর রহমান,মডেল থানা দক্ষিন সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম,বিসিসি ১১ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *