নলছিটিতে একজন চিকিৎসক “করোনা” ভাইরাসে আক্রান্ত

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের “করোনা” রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিউলী পারভীন। এ নিয়ে নলছিটিতে ২ জন “করোনা” রোগী সনাক্ত হলো।
ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হালদার জানান “করোনা” ভাইরাস পজিটিভ আসা চিকিৎসক’র সংস্পর্শে ডাক্তার সহ ১০ জনকে আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন এখন থেকে কারো কোন ধরনের চিকিৎসা সেবার প্রয়োজন হলে সবাই জেন ফোনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন। এবং খুব জরুরী দরকার ছাড়া ঘরের বাইরে বের না হওয়ায় জন্য পরামর্শ দিয়েছেন।
বৈশ্বিক মহামারী “করোনা” ভাইরাসে নলছিটিতে ২ জন সনাক্ত হওয়ার ফলে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।
সবাই সাবধানে থাকুন ,ঘরে থাকুন। আপনি নিরাপদে থাকলে আপনার পরিবারের সবাই এবং প্রতিবেশীরাও নিরাপদে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *