বরিশাল জিলা স্কুল

বরিশাল জিলা স্কুল  বাংলাদেশের অন্যতম প্রাচীন স্কুল। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মি. গ্যারেট প্রথম একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং তাঁরই নির্দেশনায় ১৮২৯ সালের ২৩ ডিসেম্বর স্থানীয় জনসাধারণের আর্থিক সহায়তায় শ্রীরামপুর মিশন বরিশাল ইংলিশ স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এ বিদ্যালয়টি (প্রোটেস্ট্যান্ট গীর্জার পশ্চিম দিকে) স্থানীয় জমিদার মি. লুকাসের জমির মধ্যে অবস্থিত ছিল। পরে ব্রাউন কম্পাউন্ড এবং ১৮৪২ সালে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। এই জমির মালিক ছিলেন মি. স্পেনসার। তৎকালীন বাংলার গভর্নরের নির্দেশমতো জেলা ম্যাজিস্ট্রেট এবং স্কুলের সেক্রেটারি ই জে বার্টন (E. J Barton) সরকারকে বিদ্যালয়টি উন্নয়নের জন্য বিশেষভাবে তাগিদ দিতে থাকেন। তিনি নিজ প্রচেষ্টায় সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিকট থেকে ৩৮,৮১৭ টাকা চাঁদা আদায় করে সরকারের হাতে বুঝিয়ে দেন। এর ফলস্বরূপ বিশাল পরিমাণ জমির উপর বরিশাল জিলা স্কুল গড়ে উঠে।
১৮৫৩ সাল থেকে এই বিদ্যালয়ের ব্যয়ভার সরকার গ্রহণ করে এবং তখন থেকে এর নামকরণ হয় বরিশাল জিলা স্কুল। ১৮২৯ সালে এই স্কুলের  প্রধান শিক্ষক ছিলেন মি. জন স্মিথ। ১৯৬১ সাল থেকে আমেরিকান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর নানাবিধ পরিবর্তন ও সম্প্রসারণের ব্যবস্থা করা হয়।
শেরে বাংলা এ.কে ফজলুল হক, খান বাহাদুর হাশেম আলী খান, সাবেক স্পিকার আবদুল জববার খান, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, কমরেড প্রমোদ দাশ গুপ্ত, দার্শনিক সরদার ফজলুল করিম, ভাষা সৈনিক কাজী বাহাউদ্দিন আহমেদ, শহীদ আলতাফ মাহমুদ, কালী প্রসন্ন ঘোষ, শিল্পী গোলাম মুস্তাফা, কথাশিল্পী বুদ্ধদেব গুহ, সাবেক সেনা প্রধান হাসান মশহুদ চৌধুরী প্রমুখ এই স্কুলের কৃতী ছাত্র ছিলেন। শতাব্দী প্রাচীন বিদ্যালয়টির জমির পরিমাণ ২০ একর।
দুর্ভাগ্যজনক বিষয় হলো, স্কুল সংস্কারের নামে মুল ভবনটি এক অবিবেচক সূলভ সিন্ধান্তে সম্পুর্ণ বিলুপ্ত করা হয়। অথচ ঐতিহাসিক এই ভবনটির মুলকাঠামো অক্ষুন্ন রেখে, ছাদ সংস্কার / পুনঃনির্মাণ করলে আজও স্বমহিমায় দাঁড়িয়ে থাকতো অজস্র ইতিহাস ধারণ করে চন্দ্রদ্বীপের (বরিশাল) বুকে। আমরা ভবনটির ঐতিহাসিক মুল্য বুঝতে ব্যার্থ হয়েছি।
বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের তালিকাঃ
মিঃ জন স্মিথ (১৮২৯ – ১৮৩৮)
মিঃ সিলভেস্টার বারীরো ( ১৯৩৮ – ১৮৫৩)
মিঃ জন স্মিথ (২য় বারের জন্য) (সন অজ্ঞাত)
মিঃ অ্যান্থনি (সন অজ্ঞাত)
রামতনু লাহিড়ী (১৮৬০-৬১) [৬]
গোপাল চন্দ্র দত্ত (১৮৫৬ – ১৮৫৭)
চন্দ্র মোহন ঠাকুর (১৮৫৭ – ১৮৬৩)
ব্রজমোহন রায় (অস্থায়ী)
গৌর নারায়ণ রায় (১৮৬৩ – ১৮৭০)
জগবন্ধু লাহা (১৮৭০ – ১৮৭৮)
রসময় বসাক (মার্চ ১৮৭৮ – সেপ্টেম্বর ১৮৭৯)
হরিপ্রসাদ ব্যানার্জী ( অক্টোবর ১৮৭৯ – ডিসেম্বর ১৮৯২)
হরি মোহন সেন (জানুয়ারী ১৮৯৩ – জুলাই ১৮৯৭)
কালি প্রসন্ন দত্ত (আগস্ট ১৮৯৭ – ফেব্রুয়ারি ১৯০৩)
পরেশ নাথ সেন (মার্চ ১৯০৩ – জুন ১৯০৩)
প্রসন্ন কুমার বসু (জুলাই ১৯০৩ – জুন ১৯০৩)
নব কৃষ্ণ ভাদুরী (নভেম্বর ১৯০৩ – আগস্ট ১৯১৫)
ক্ষীরোদ চন্দ্র সেন (সেপ্টেম্বর ১৯১৫ – ১৯২১)
রায় সাহেব বসন্ত চন্দ্র দাস (১৯২১ – ১৯২৫)
সুধাংশু মোহন সেন গুপ্ত (অস্থায়ী)
দ্বিজেন্দ্র মোহন সেন গুপ্ত (১৯২৬ – ১৯৩৫)
খান সাহেব সিরাজ উদ্দিন আহমেদ (মার্চ ১৯৩৫ – আগস্ট ১৯৪২)
অবিনাশ চন্দ্র সেন গুপ্ত (আগস্ট ১৯৪২ – মে ১৯৪৩)
বি কে বিশ্বাস (জুন ১৯৪৩ – আগস্ট ১৯৪৭)
আব্দুল হামিদ (১৪/৮/৪৭ – ২/৯/৪৭)
আজিজুর রহমান (৩/৯/৪৭ – ১৮/২/৫০)
এ কে এম আবদুল আজিজ (৮/৩/৫০ – ১/১১/৫০)
আবদুল ওয়াহেদ মুহাম্মদ কাবেল (২/১১/৫০ – ২৭/৮/৫৪)
আবদুর রশীদ (২৮/৮/৫৪ – ৮/৬/৫৬)
মোহাম্মদ সিরাজুল হক (৮/৬/৫৬ – ১০/১১/৫৬)
খান মোহাম্মদ সালেক (১১/১১/৬০ – ৬/৬/৬১)
পল গুডা (৪/১১/৬১ – ২৩/৯/৬৩)
বজলুল হক (১৩/৪/৭০ – ২/৫/৭২)
তসীর উদ্দীন আহমদ (৩/৫/৭২ – ৩১/১/৭৩)
মোহাম্মদ মোজাম্মেল হক (৩/২/৭৩ – ১৫/১/৮৭)
রাজিয়া বেগম (৩১/১/৮৭ – ৩/৯/৮৭)
রওশন আরা বেগম (৩/৯/৮৭ – ২০/৩/৯০)
মুহাম্মদ মতিউর রহমান (৩০/৩/৯০ – ২৯/৪/৯১)
সৈয়দ মোহাম্মদ ইসমাইল (ভারপ্রাপ্ত) (৩০/৪/৯১ – ১৯/১০/৯১)
রাজিয়া বেগম (২০/১০/৯১ – ০৮/০১/২০০১)
সৈয়দ হাফিজুল ইসলাম (০৬/০১/২০০১ – ১০/১২/২০০৩০
মুহাম্মদ আবদুর রব (১১/১২/২০০৩ – ২৪/০৩/২০০৪)
নমিতা সরখেল ( ২৫/০৩/২০০৪ – ২৩/০৫/২০০৪)
মুহাম্মদ আবদুর রব (২৪/০৫/২০০৪ – ১৯/১০/২০০৫
মোঃ মোস্তাফিজুর রহমান (১৯/১০/২০০৫ – ০২/০২/২০০৬)
মোহাম্মদ দলিল উদ্দিন (ভারপ্রাপ্ত) (০৩/০২/০৬ – ১০/০২/০৬)
সৈয়দ মোঃ মানছুর (১১/০২/২০০৬ – ২৭/০২/২০০৭)
মোহাম্মদ দলিল উদ্দিন (ভারপ্রাপ্ত) (২৮/০২/২০০৭ – ০৩/০৩/২০০৭)
মোঃ এবাদুল ইসলাম (০৪/০৩/২০০৭ – ০৪/০৬/২০০৯)
সাবিনা ইয়াসমিন (০৪/০৬/২০০৯ – ১০/০৮/২০১৯) [৭]
বিশ্বনাথ সাহা (১০/০৮/২০১৯ -বর্তমান)
তথ্য ঋনঃ বাংলাপিডিয়া, উইকিপিডিয়া।
ছবি সমুহ ইন্টারনেট থেকে সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *