বরিশালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরে মদ বিক্রি, কর্মকর্তা প্রত্যাহার

সাংবাদিক মারধরের ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিচালক অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই এই আদেশ এলো স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর সুরক্ষা সেবা বিভাগের উপপরিচালক (প্রশাসন) মোঃ মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলীর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্ত হাফিজুর রহমানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত পরিচালক পদে বদলী করা হয়েছে। আর বরিশালের দায়িত্বে দেওয়া হয়েছে পরিতোষ কুমার কুন্ডুকে।

প্রসঙ্গত, বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই মদ বিক্রি করে আসছিল বদলীকৃত অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানসহ তার কিছু ঘনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারী। সেই অভিযোগের প্রেক্ষিতে ১৮ এপ্রিল সংবাদ সংগ্রহে যায় গণমাধ্যমকর্মিরা।

এসময়ে বাংলাভিশনের ক্যামেরা পার্সনকে মারধর করে অধিদফতরের মদ বিক্রিতে নিয়োজিত কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *