আমি আমার কাজের মাধ্যমেই প্রমান দেবো- সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ অভিষেক অনুষ্ঠানে নগরবাসীর মুখোমুখি দাড়িয়ে প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য যোগদানকৃত নগর সেবক সেরনিয়াবাত সাদিক আবদুল্লহ। পরে পিতা-মাতা, দলীয় নেতাকর্মী, বরিশালবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, এ বিজয় আমার না এ বিজয় বরিশালের সাধারণ মানুষের, এ বিজয় বরিশালের তৃনমূল পর্যায়ের বঞ্চিত নাগরিকের বিজয়। আপনারা যে আশা যে আকাঙ্খা নিয়ে আমাকে এ চেয়ারে বসিয়েছেন, আমি বলতে চাই, আমার চার পুরুষ রাজনীতি করে, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমার রজনীতি আমার বাব দাদার নামকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমার রাজনীতি। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নামকে সুরক্ষিত রাখার জন্য আমার যেটা করনিয় সেটাই আমি করবে। কোন কাউন্সিলর বরিশাল শহরে ঠিকাদারি করতে পারবেনা বলেও হুসিয়ারী দেন তিন। তিনি আরও বলেন, তিন’শ কোটি টাকা দেনা নিয়ে বিসিসি’র দায়ীত্বভার গ্রহন করলাম। আমি এ দেনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি এ দেনা কাটিয়ে না উঠা পর্যন্ত বিসিসি থেকে মেয়র হিসাবে কোন বেতন ভাতা গ্রহন করব না। আমার কথা শুনে মনে মনে অনেকে ভাবছেন রাজনৈতিক নেতারা এভাবেই বলে কিন্তু আমি আপনাদের সামনে বেশি কিছু বলবোনা শুধু বলবো ‘বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়’ আমি আমার কাজের মাধ্যমেই প্রমান দেবো। আমি জানি গত সকল মেয়রের চেয়ে আমার প্রতি আপনাদের আশা আকাঙ্খা অনেক বেশি। এসময় তিন আরও বলেন প্রধানমন্ত্রী বরিশাল বাসীর জন্য ১৩০ কোটি টাকার বরাদ্ধ দিয়েছে। ইশাআল্লাহ আমি তার কাছ থেকে আপনাদের জন্য আরও অনেক বরাদ্ধ আনবো। বিসিসি’র পিছনের সকল দূর্নীতি তদন্ত করার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। নগরীর সকল সমস্যা দুর করাই আমার লক্ষ্য।

এর আগে বিকাল সাড়ে তিনটায় নিজ বাসভবন থেকে রিকশাযোগে বরিশালের নব নির্বাটিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার দুই সহদর মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহকে সাথে নিয়ে কর্পোরেশনে দায়ীত্বভার গ্রহন করতে নগর ভবনে পা রাখেন। এসময় মেয়র সাদিককে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দিয়ে ভবনের নিচ তলা থেকে দ্বীতিয় তলার মেয়রের কক্ষে নিয়ে যাওয়া হয়। বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়রের নির্ধারিত চেয়ারে আসন গ্রহন করার পর মেয়র ও সকল কাউন্সিলদের আগামী পথগুলো সুন্দরভাবে চলার জন্য দোয়া-কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ মির্জা নুরুর রহমান বেগ। দায়ীত্বভার গ্রহন করে বিসিসি’র ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের নিয়ে আসা ফাইলে স্বাক্ষর করেন। এর পরপরই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দান, বরিশাল রেঞ্জ ডিআইজি সফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেন, বরিশাল নব নিযুক্ত জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রম। এসময় মেয়রকে নব নির্বাচিত কাউন্সিলরাও ফুলের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশন চত্বরে বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগের উদ্যোগে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য এস এম ইমামুল হক, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রম, পুলিশ কমিশনার মোশাররফ হোসেন, ডি.আই.জি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল। এসময় আরো উপস্থিত চিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল জেলার সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরীর বাসীর ভাগ্যের পরিবর্তন করতে নগরীকে সুন্দর ভাবে সাজাতে সাদিকেই প্রয়োজন ছিলো। তাই নগরবাসী তাকে নির্বাচীত করে নগর সেবকের চেয়ারে বসিয়েছে। এসময় বক্তারা বলেন, সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের সম্পদ না, সাদিক নগরবাসীর সম্পদ। দক্ষিণাঞ্চলবাসীর অভিভাবক তার বাবা যেমন করে মানুষের পাশে দাড়িয়ে জনগনের সেবা করেছেন, ঠিক তেমনই তিনিও জনগনের পাশে দাড়িয়ে নগরবাসীর সেবা করবেন এমনটাই বলেন বক্তারা।

অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিলো বিকেল ৩ টায়। কিন্তু দুপুর ১২ টা থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারনায় অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ন হতে শুরু করে। হাজারও হাজারও মানুষের পদচারনায় নিধারিত সময়ে অনুষ্ঠান স্থলে দাড়ানোর জায়গা ছিলোনা। অনেকে বিভিন্ন ভবনের ছাদে দাড়িয়েও অনুষ্ঠান উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *